বেশ তো আছি ভালো-অনিন্দ্য টিটো নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ , মে ২৩, ২০২১ এই তো বেশ আছি, খাচ্ছি আর ঘুমাচ্ছি টিভি খুলে দেখছি, পত্রিকায় পড়ছি কারা যেন ছেলেটার কেটে নিল হাতটি! বেশ তো আছি ভালো, দেখছি আর পড়ছি কানাগলির মোড়টাতে একদল বখাটে ঝলসাল এসিডে মেয়েটির মুখটি! দেখছি আর পড়ছি— ঘাতকের গুলিতে, নিরীহ মানুষেরা, রাজপথে মরছে নষ্ট আমলারা, প্রতিবাদী সত্যকে, গারদে পুরছে দুর্নীতি ঘুষে, দলকানা বাজারে, কালো টাকা উড়ছে সত্য ও স্বদেশপ্রেম, তন্ত্রের উনুন-অঙ্গারে পুড়ছে লোকালয় পেরিয়ে আতঙ্কে কাঁপে মায়ের আঁচল ঝোপঝাড়ে লেগে থাকে, ধর্ষিতা নারীর রক্ত-কাজল মুক্তির অপেক্ষায়, পতঙ্গ তড়পায়, মাকড়সার জালে জ্বলন্ত দিবারোদে পুলিশ হানা দেয় প্রতিবাদী মিছিলে আরাম আয়েশে, দিব্যি দু’চোখে, দেখে-পড়ে যাচ্ছি আহা, আমি তো নিরাপদে ঘুমাচ্ছি আর খাচ্ছি! বেশ তো আছি ভালো, খেয়ে আর ঘুমিয়ে কী হবে শুধু শুধু বিপদেতে জড়িয়ে তাই ভাই ঝামেলাতে একদম জড়াইনা; তবে বাপু যুক্তিতে টেবিলের আড্ডাতে ভুল করে কাউকেই, একচুলও ছাড়ি না! মে ২৩, ২০২১। শেয়ার শিল্প-সাহিত্য বিষয়: