নেত্রকোণায় সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন শামীম তালুকদার শামীম তালুকদার বিশেষ প্রতিনিধি প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ , মে ২২, ২০২১ নেত্রকোণায় সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন সাংবাদিকেরা। শনিবার শহরের পৌরভবনের সামনের সড়কে জেলা প্রেসক্লাবের ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। দুপুর ১২টার দিকে শুরু হয়ে ঘন্টাব্যাপী কর্মসূচি চলার সময় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি হায়দার জাহান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক শ্যামলেন্দু পাল, সাধারণ সম্পাদক এম মোখলেছুর রহমান খানসহ অন্যরা। হায়দার জাহান চৌধুরী বলেন, অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে নি:শর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় সরকারকে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তিনি। শেয়ার অন্যান্য বিষয়: