মৃত্যু নয়, জীবন নিয়েই ভেবেছি-অনিন্দ্য টিটো নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ , মে ২২, ২০২১ মৃত্যু নয়, জীবন নিয়েই ভেবেছি এতদিন অথচ, জীবনের চেয়ে ঢের বেশি মৃত্যুই আপন এবং সত্য মৃত্যুই শোধ করে জীবনের ঋণ! ‘জন্ম মৃত্যু দোঁহে মিলে জীবনের খেলা যেমন চলার অঙ্গ পা-তোলা পা-ফেলা’। সূর্য থেকে নেয়া মুঠো মুঠো সাহস চাঁদের দেয়া আলোর শুভ বোধ; সুখের আলপনা, প্রজাপতির ডানা গুচ্ছ বৃষ্টি বিলাস, সোনামাখা রোদ। সতেজ সবুজ দূর্বাঘাস, ঘাসফড়িং মহৎ সত্য, রীতি-নীতি, শিল্প সাধনা; কিংবা হৃদয় উদ্যানের রক্ত-গোলাপ সবই জন্ম-জীবন, জীবন্ত আখ্যানের প্রণোদনা! সত্যি তো এটাই, এসেছি শূন্যহাতে যাবও শূন্যহাতে, আকাশ দেখতে দেখতে— কবরের দেহ মাটি শ্মশানের পোড়া ছাই মিলাবে কোন জনশূন্য প্রান্তরে; স্নিগ্ধ আলিঙ্গনে আগলে রাখা বুকে ভালবাসার ছায়া-অঞ্চল সন্ধ্যাতারা হয়ে ডুববে, সমুদ্র অন্ধকারে। জীবনটা জীবন্ত করি, বাঁচার মত বেঁচে মৃত্যুচিন্তাও রাখি ভাবনায়, জীবনের পথে! — মে ১৯, ২০২১। ছবিঋণ- নজরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক, চট্টগ্রাম প্রেস ক্লাব। শেয়ার শিল্প-সাহিত্য বিষয়: