স্বরচিত কবিতা সামছুদ্দোহা ফরিদ সামছুদ্দোহা ফরিদ প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ , মে ২২, ২০২১ বিদায় দিছে সবাই সামছুদ্দোহা(ফরিদ) অবাক লাগে বিস্মিত হই, সময়ের চলমান ধারায় শৈশব গেল, যৌবন গেল,প্রবীন হল হাজির দিল গুলো গুনি আশাতীত অতীত, হৃদয়ে মোচর লাগে হতাশায় বারে বারে। চুল হল সাদা চোখ হল ক্ষীণ চলাতে বল নাই,হীন মন তাই হৃদয়ে অঝর রক্ত খরণ শিশির সিক্ত লোচন, অবিরাম ধারায়। কি হয়েছে আমার! প্রকৃতির সব কিছুই রয়েছে সবুজ মানেনা মন কোন বুঝ। ঝরা ফুলের শব্দ কানে আসে না হৃদয়ের কষ্ট কারো অনুভূত হয় না অনুভূত হয় না মনের যাতনা। ভয়ে ভয়ে জেগে উঠি ঘুম ভাঙ্গে বার বার ঘুমিয়ে যাব আবার চিরতরে মৃর্ছনা যায় হৃদয় আমার। হায়রে ধরনী করি মিনতি কেন মায়াএত তোমার তরে হৃদয় কেন ভেংগে যায়? অজানা আবছায়। ভালবাসা দিলাম যারে সার্থের আবরণে আছে ঘিরে সার্থ নাই কেহ নাই বুঝিলাম আজ ঘৃণা ভরে। কিশে আছে সার্থকতা কিশে আছে অমরতা প্রাণ খুঁজ তার বারতা বুঝে নেই তার প্রাপ্ততা। শেয়ার অন্যান্য বিষয়: