স্বরচিত কবিতা

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ , মে ২১, ২০২১

তোমাকে ভেবে
সামছুদ্দোহা(ফরিদ)
ফাগুনের এই আগুন খেলায়
মন মেতেছে আজ
কোন কাজে মন বসে না
তাই যেন নেই কোন লাজ।
আজ কেন মন উদাস হল
দক্ষিণা সমীরনের বায়
ফুল দুলে পাতা নাচে
গন্ধ ছড়ায় যেন তার গায়।
তোমাকে দেখার মাঝে
তেমনি মন নাচে
উদগ্রিব মোর প্রাণ
পেতে চায় আরো কাছে।
অভিপ্রায় অভিসারে
এই বুঝি চুপিসারে
হৃদয় আঙ্গিনায়
উঁকি মারে মন ফিরে ফিরে।
অজানা এক পাখি
মন কারে,করে ডাকাডাকি
ক্ষণে ক্ষণে উঁকি মারে
মোরে দেয় ফাঁকি।
বুঝে না মন কি করবে অনুক্ষণ
মন বুঝে না তোমাকে ছাড়া
কি আছে,কি যেন নেই
কিসে যেন দিচ্ছে মোরে তাড়া।
ওগো প্রিয়া ফুলের মত হও
শুনে নাও ভ্রমরের গান
তোমার জীবন সম সুমন
ভরে নাও মনোপ্রাণ।
তোমাকে দেখা মোর অভিশাপ
মন ঝুলেছে হৃদয়ে তোমার
ঠাঁই পায় না হৃদয়
তাই মন আজ অশান্ত পারাবার।
মন উতলা, তোমার কথা ভেবে
হেরিনু কখন সে কবে
ফিরে আসেনি সুক্ষণ
আদৌ কি ফাগুন এসেছে, তবে?

Loading