ভূগী জাওয়ানী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য খাইরুল হাসানের অকাল মৃত্যু

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ , মে ২০, ২০২১

নেত্রকোনার পূর্বধলা উপজেলাধীন ভূগী জাওয়ানী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য খাইরুল হাসান ২০ই মে বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৩ বছর। মরহুমের নামাজে জানাজা ভূগী জাওয়ানী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থান দাফন করা হয়।

খাইরুল হাসানের পিতা আব্দুল খালেক মাষ্টার সাহেব জানান, বেশ কিছুদিন পূর্বে থেকে তার হার্ট অ্যাটাক হয়। হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা করার সময় আরো কয়েকটি দুরারোগ্য ব্যাধি ধরা পরে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু বরণ করে।

এলাকাবাসীর সুত্রে জানা যায়, তিনি একজন বিশিষ্ট সমাজসেবক এছাড়াও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সক্রিয় সদস্য ছিলেন। যুব সমাজ উন্নয়ন, স্কুল-মাদ্রাসা, মসজিদ, রাস্তা উন্নয়নে দৃষ্টান্ত মূলক ভূমিকা পালন করেছেন।

ভূগী জাওয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রফিকুল ইসলাম বলেন, অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সক্রিয় সদস্য খাইরুল হাসানের অকাল মৃত্যুতে স্কুল কতৃপক্ষ শোকাহত। আত্মার মাগফেরাত কামনা করে সকল শিক্ষক মোনাজাতে অংশগ্রহন করেন।

Loading