গৃহকর্মীর জন্মদিনে আলিয়ার চমক ত্রিমা দাশ ত্রিমা দাশ প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ , জুন ১৩, ২০২০ বলিউড সেনসেশন আলিয়া ভাটের মানবিক গুনাবলী সবমহলে প্রশংসিত। এবার গৃহকর্মীর জন্মদিনে কেক উপহার দিয়ে তাকে চমকে দিয়েছেন এই সুদর্শনী। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সেই ভিডিও শেয়ার করেছেন আলিয়ার গৃহকর্মী রাশিদা। যেখানে আলিয়া ভাটকে সঙ্গে নিয়ে কেক কাটতে দেখা গেছে তাকে।এসময় তাদের সঙ্গে ছিলেন আলিয়ার বোনন শাহিন ভাটও। এই ছবির ক্যাপশনে আলিয়া লিখেছেন,’আমার ড্রিম বার্থ-ডে।’ আরও একটি ভিডিও শেয়ার করেছেন রাশিদা।যেখানে আলিয়া ভাটের মা সোনি রাজদান ও বাবা মহেশ ভাটের সঙ্গে কেক কাটতে দেখা গেছে তাকে। এর ক্যাপশনে তিনি লিখেছেন- ‘আমি খুব সৌভাগ্যবান।’ আলিয়া ভাট এর আগে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ান। যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসেন আলিয়া। শেয়ার বিনোদন বিষয়: