কবি মোর্শেদ হোসেনের কবিতা

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ , এপ্রিল ১২, ২০২১

বেহুলা পদ্মাবতী মোর্শেদ হোসেন।

হাজার বছর ধরে
পৃথিবীর পথে হেঁটেছেন জীবনান্দ,
খুঁজেছেন বনলতা, শ্যামলী আর সুরঞ্জনাকে।
পেয়েছে কি আজো ? লক্ষ বছর আমি খুঁজেছি তোমায়, এরিয়ানার দুর্গম পাহাড়ের গুহায়,নায়াগ্রার জলপ্রপাতে,
পাইনি তোমায় কোথাও। অবশেষে পেলাম এথায়, বাসন্তী রংয়ের শাড়ী
আর স্নিগ্ধ কোমল হাসি,
দুটি টানা চোখ দেখেছি চিত্তভরে। বলা হয়নি কোন কথা। জীবনান্দ শ্যামলী, দীপ্তি সুরঞ্জনার ছলনায় পড়ে বলেন, তোমাদের নিকট থেকে যতদূরে চলে যাই ততই ভালো।
চলেও গেলেন একদিন। দোহাই তোমার সুরঞ্জনা,দীপ্তি, শ্যামলী না হয়ে,
বেহুলা পদ্মাবতী হয়ে এসো মোর জীবনে।

Loading