হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে ধর্মপাশায় মানববন্ধন

প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ , ডিসেম্বর ২৭, ২০২০

হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরাম ধর্মপাশা উপজেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।

রবিবার (২৭ ডিসেম্বর) উপজেলার পরিষদ প্রাঙ্গণে সকাল ১১টায় এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তাবায়ন আন্দোলন ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সভাপতি হাওরবন্ধু  মো: ইকবাল হোসেন, বিশেষ অতিথি সহ-সভাপতি শামীম তালুকদার, ধর্মপাশা উপজেলা কমিটির আহবায়ক জুবায়ের পাশা হিমু, উপদেষ্টা আল আজাদ ও নুর কাবেদ মাস্টার, আসলাম গনি তালুকদার, আহ্বায়ক, দুর্গাপুর উপজেলা, নেত্রকোণা, সুশীল চন্দ্র সরকার, উপদেষ্ঠা, রোকন ব্যাপারী, যুগ্ম আহ্বায়ক, নুরুল আমীন নুরু, যুগ্ম আহ্বায়ক, বাদল আহমেদ, যুগ্ম আহবায়ক, রাহাত তালুকদার, যুগ্ম আহ্বায়ক, আরিফুল হক মাসুক, যুগ্ম আহবায়ক, প্রদীপ সরকার, উপদেষ্টা, শহিদূল ইসলাম, উপদেষ্টা, রোমান সারোয়ার, সদস্য সচিবসহ আরো অনেকে।

বক্তারা বলেন, অনন্তকাল ধরে হাওর অঞ্চলের মানুষ বান, তুফান, ঢেউ, বার্ষকালে ডাকাতের উৎপাত, হেমন্তকালে পায়ে হেটে চলাচল ইত্যদি প্রতিকূল পরিস্থিতির সাথে  যুদ্ধ করে বেঁচে আছে। পিছিয়ে থাকা এই মানুষদের টেকসইস উন্নয়নের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন সময়ের দাবি। তারা আরও বলেন পার্বত্য চট্টগ্রামের  ৩ জেলা নিয়ে যদি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয হতে পারে হাওর অঞ্চলের ৭ টি জেলার জন্য তা অসম্ভব বলে কিছু নয । তারা মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।

Loading