ফেনীতে পাঁচ জন নারী জয়িতাকে সংবর্ধনা

প্রকাশিত: ৯:০৪ পূর্বাহ্ণ , ডিসেম্বর ১০, ২০২০

বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। জেলা প্রশাসনের কক্ষে আজ বুধবার বিকালে মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক নাসরিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা, সিভিল সার্জন মীর মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমনী আক্তার , উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান বিকম ও বিভিন্ন নারী সংস্থার নেতৃবৃন্দ ।
রোকেয়া দিবসে সমাজের বিশেষ অবদানের জন্য পাঁচজন নারীকে রোকেয়া পদকে ভূষিত করা হয়। তারা হলেন (নির্যাতনের বিভিষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু) দাগনভূঁইয়া উপজেলার জান্নাতুল আফরোজা , ফুলগাজী উপজেলার (সফল জননী) খোদেজা আক্তার, সোনাগাজী উপজেলার মাহফুজা আক্তার সোনিয়া( শিক্ষা) ফেনী সদরের মন্জিলা আক্তার মিমি ( সমাজ উন্নয়নে অসামান্য অবদান) , ছাগলনাইয়া উপজেলার উন্মে হালিমা ঝিনুক ( অর্থনৈতিক ভাবে সফল)
এতে জয়িতাদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয় ‌।

Loading