ফেনীতে সিঁদেল মামলার চোর গ্রেফতার

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ , নভেম্বর ২৮, ২০২০

সিঁদেল চুরি এখন বিলুপ্ত প্রায়। একসময় এটি চুরির ক্ষেত্রে ঐতিহ্য বহন করতো। মাঝে মাঝে এই চুরির ঘটনা এখনো ঘটে।
ফেনীতে শনিবার মোঃ সজীব নামে এক সিঁদেল মামলার চোরকে গ্রেফতার করে ফেনী সদর থানার পুলিশ। চোরের বাড়ি থানা আশুলিয়ায়,ঢাকায়। তার পিতার নাম ইনু মিয়া, মা মৃত রানি বেগম।

সদর থানার ওসি আলমগীর হোসেন জানান তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Loading