রামগড়ে ফেনীরকুল শীতকালীন ক্রিকেট কাপ টুর্নামেন্টের উদ্বোধন। বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ , নভেম্বর ২৮, ২০২০ উৎসব মুখোর পরিবেশে রামগড়ের ফেনীর কুল শীতকালীন ক্রিকেট কাপ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। এতে বিভিন্ন এলাকার ১৪ টি দল অংশগ্রহন করে। উদ্বোধনী ম্যাচে রামগড় উপজেলা একাদশের মুখোমুখি হন সোনাইপুল বাজার একাদশ। টসে জিতে সোনাইপুল বাজার একাদশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।আজকের খেলায় আম্পায়ারের দ্বায়িত্ব পালন করেন কাজী সাইফুল ইসলাম ও মোঃ জামাল। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩ টায় সোনাইপুল মাঠে খেলার উদ্বোধন করেন রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃআনোয়ার ফারুক ও রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামসুজ্জামান। এসময় অতিথিরা খেলাধুলা বিনোদনের অংশ উল্লেখ করে বলেন, খেলাধুলা মানুষের মনকে ভালো রাখে।যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা সহায়ক ভূমিকা পালন করে। তাই মাঝে মধ্যে এরূপ আয়োজন সত্যিই প্রশংসনীয়। ফেনীরকুল তরুণ প্রজন্ম সংঘের উদ্যোগে আয়োজিত “ফেনীরকুল শীতকালীন ক্রিকেট কাপ টুর্ণামেনটের”সভাপতিত্ব করেন রামগড় পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সাহাব উদ্দিন। শেয়ার খাগড়াছড়ি বিষয়: