পার্বতীপুরে আমজাদ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল

মনজুরুল হক মঞ্জু মনজুরুল হক মঞ্জু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ , নভেম্বর ২৮, ২০২০

দিনাজপুরের পার্বতীপুরে আমজাদ হোসেন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত শুক্রবারর শেষ হয়েছে। খেলায় ট্রাইব্রেকারে ৫-৪ গোলে হলদীবাড়ী ফুটবল একাদশ হাবড়া নিউ একাদশকে পরাজিত করে। উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কালিকাবাড়ী ডাঙ্গাপাড়া মাঠে খেলার আয়োজন করে স্থানীয় কেবি সংঘ। খেলায় স্বাস্থ্য বিধি মেনে বিভিন্ন উপজেলা থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ দর্শকের উপস্থিতি লক্ষ করা যায়। ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আমজাদ হোসেন, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, উপজেলা জনস্বাস্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান, যুবলীগের সভাপতি শাহরিয়ার ইফতেখার চৌধুরী বিপ্লব ও পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক সোহেল সানী প্রমুখ। খেলা শেষে প্রাইজ মানি প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। খেলায় জেলার বিভিন্ন এলাকার ৮টি দল অংশ গ্রহন করে।

 

Loading