ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য, যুবক আটক নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৯:৫৯ পূর্বাহ্ণ , নভেম্বর ২৬, ২০২০ জয়পুরহাট পৌর শহরের কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করেন জয়পুরহাট সদর থানার পুলিশ। আটককৃত সাজেদুর রহমান সুমন (২৭) গুলশান মোড় এলাকার ইমরান হোসেনের ছেলে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আলমগীর জাহান জানান, সুমন সামাজিক যোগাযোগ মাধ্যমে হজ, মাদরাসা শিক্ষা ও নারীদের সম্মানহানি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবমাননাকর মন্তব্য করলে জয়পুরহাট সিদ্দিকীয়া মাদরাসার অধ্যক্ষ আব্দুল মতিন বাদী হয়ে সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করলে রাতেই তাকে কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, বেশ কিছুদিন আগে সুমাইয়া আখতার নামে এক নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ৭ বছরের ছেলেকে মাদরাসায় ভর্তির জন্য জয়পুরহাটে ভালো ক্যাডেট মাদরাসার খোঁজ চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে সুমন হজ, মাদরাসা শিক্ষা ও নারীদের সম্মানহানি করে ওই মন্তব্য করেন। শেয়ার সারা দেশ বিষয়: