আঃলীগের জাতীয় কমিটির সদস্য অসিত সরকার সজল করোনায় আক্রান্ত নিউজ৭১অনলাইন,ঢাকা নিউজ৭১অনলাইন,ঢাকা প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ , নভেম্বর ২৪, ২০২০ বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অসিত সরকার সজল সপরিবারে করোনায় আক্রান্ত হয়ে তার বেইলি রোডের বাসায় চিকিৎসা নিচ্ছেন। সম্প্রতি তার ছোট ভাই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। উল্লেখ্য, প্রতিরোধযোদ্ধা অসিত সরকার সজল ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার প্রতিবাদ করতে গিয়ে ১৪ বছর জেল খেটেছেন। সম্প্রতি তিনি নেত্রকোনা পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে গণসংযোগের কাজে অংশগ্রহণ করতে গিয়ে করোনায় আক্রান্ত হন। অসিত সরকার সজল বলেন, একাত্তরে বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। আবার পঁচাত্তরের বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদে অস্ত্র হাতে খন্দকার মোশতাককে হত্যার মিশন নিয়ে পুলিশের কাছে ধরে পড়ে ১৪ বছর জেল খেটেছি। জীবনে প্রাপ্তি বলতে জেল,জুলুম ও নির্যাতন সয়েছি। আমি সপরিবারে করোনায় আক্রান্ত। আমি সকলের কাছে দোয়া প্রার্থী। শেয়ার অন্যান্য বিষয়: