সুজন হাজং এর কবিতা “হৃদয়ের মাঠজুড়ে সবুজ ঘাস হবো” নিউজ৭১অনলাইন,ঢাকা নিউজ৭১অনলাইন,ঢাকা প্রকাশিত: ৯:৩৮ পূর্বাহ্ণ , নভেম্বর ২৩, ২০২০ তুমি জানতেও পারবেনা, আমি ধীরপায়ে কতোটা অচেনা পথ হেঁটে গেছি! যে পথের বাঁকে দাঁড়িয়ে আছে আমার পূর্বপুরুষের অবিনশ্বর আত্মারা। বহুদিন পর দেখা হবে তাদের সাথে, না জানি কত প্রিয়মুখ, কত হাসি, কত ভালবাসার স্মৃতি রোমন্থন হবে আমাদের। সে এক অন্যরকম পৃথিবী, অন্যরকম ভাষা, অন্যরকম মিথস্ক্রিয়া। সে পৃথিবী তোমার জন্য নয়, তোমার পৃথিবী মেঘলা দিনের আকাশের নিচে, বিস্তৃত সোনালি ফসলের মাঠজুড়ে, অবারিত স্বপ্নের পৃথিবী! ইচ্ছে করলেই মনের রংতুলি দিয়ে তুমি তোমার পৃথিবী আঁকতে পারো! পাহাড়, নদী, ফুল, পাখি, প্রজাপতি, আরো কত কী! আমি পারি না বলেই তোমার পৃথিবী আমার পৃথিবী থেকে আলাদা! হয়তো একদিন সেই পৃথিবীতে আমি তোমার হৃদয়ের মাঠজুড়ে সবুজ ঘাস হবো! শেয়ার শিল্প-সাহিত্য বিষয়: