জো বাইডেনের সরকারে মন্ত্রী হতে যাচ্ছেন বাঙালি অরুনাভ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ , নভেম্বর ২১, ২০২০ নবনির্বাচিত আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের মন্ত্রিসভায় ঠাঁই পেতে যাচ্ছেন একজন বাঙালি। তার নাম অরুনাভ মজুমদার। তবে অরুন মজুমদার নামেই বেশি পরিচিত তিনি। নিউইয়র্ক টাইমসহ কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম এ খবর নিশ্চিত করেছে। ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, অরুন মজুমদার সম্ভবত এনার্জি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। অরুন মজুমদার ভারতের বাঙালি পরিবারের সন্তান। মুম্বাইয়ের আইআইটি থেকে স্নাতক শেষ করে তিনি ভর্তি হন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন তিনি। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে অ্যাডভান্সড রিসার্চ প্রোজেক্ট এজেন্সির প্রধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছিলেন। তিনি বাইডেনেরও এনার্জি বিষয়ক উপদেষ্টা। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, অরুন দুই দলের কাছেই জনপ্রিয়। তাই তিনি এনার্জি মন্ত্রী হলে সিনেটের অনুমোদন পাওয়া সহজ হবে। শেয়ার আন্তর্জাতিক বিষয়: