রামগড়ে পাহাড়ী রাস্তায় গাড়ী উল্টে চালক নিহত।

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ , নভেম্বর ১৮, ২০২০

খাগড়াছড়ি জেলার রামগড়ে ইট বোঝাই মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাহাড়ের নিচে পড়ে গেলে ঘটনাস্থলে গাড়ীর ড্রাইভার নিহত হয়।
আজ (১৮/১১/২০২০) ইং বুধবার সকাল ১০ টার দিকে রামগড় ইউনিয়নের দাঁতারাম পাড়ার ব্রীক ফিল্ড হতে ইট বোঝাই করে ফেরার পথে মিনিট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে উল্টে পড়ে যায়, এতে ঘটনাস্থলেই ড্রাইভার নুরুল ইসলাম (৩২) নিহত হয়।
নিহত নুরুল ইসলাম রামগড় পৌরসভা এলাকার চৌধুরী পাড়ার মজল হকের পুত্র। নুরুল ইসলাম একই এলাকার আব্দুস সাত্তার এর মিনিট্রাক নিয়ে দাঁতারাম পাড়ার ব্রিকফিল্ড হতে ইট বোঝাই করে ফেরার পথে দুর্ঘটনায় পতিত হয়।

Loading