করোনা যুদ্ধে মাস্ক হাতে রাজপথে নেত্রকোণা পুলিশ সুস্থির সরকার সুস্থির সরকার বিভাগীয় প্রধান ময়মনসিংহ প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ , নভেম্বর ১৬, ২০২০ “মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” স্লোগান নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে রাজ পথে মাস্ক হাতে নেত্রকোণা পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় জেলা পুলিশ শহরের মেছুয়া বাজার এলাকায় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন। মাস্ক বিতরণ আনুষ্ঠানিকতায় উপস্থিত চিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: ফখরুজ্জামান জুয়েলে, অতিরিক্ত পুলিশ সুপার মো: আল আমিন, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল, মডেল থানার অফিসার ইনচার্জ মো: তাজুল ইসলামসহ আরো অনেকে। সাধারণ মানুষকে মাস্ক পড়তে উদ্বুদ্ধ করার জন্য নেত্রকোণা জেলা পুলিশ মাস্কবিহীন পথচারীদের মাস্ক পড়িয়ে দেন। করোনা প্রতিরোধে সকলকে সচেতন থাকার আহবান জানান নেত্রকোণা জেলা পুলিশ। শেয়ার সারা দেশ বিষয়: