নেত্রকোণায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর স্বাস্হ্য উপকরন বিতরণ

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ , নভেম্বর ১২, ২০২০

নেত্রকোনা সদর উপজেলার দুইটি ইউনিয়ন সিংহের বাংলা ইউনিয়নের বাংলা কমিউনিটি ক্লিনিক, রায়দুমরুহী কমিউনিটি ক্লিনিক, শিমুলজানি কমিউনিটি ক্লিনিক, চাতলকোনা পরিবার পরিকল্পনা অফিস, চল্লিশা ইউনিয়নের ১.লাইট কমিউনিটি ক্লিনিক, সনুরা কমিউনিটি ক্লিনিক, উত্তর-বিশিউড়া কমিউনিটি ক্লিনিক, চল্লিশা পরিবার পরিকল্পনা অফিস।

উক্ত কমিউনিটি ক্লিনিক গুলোর মাঝে প্রত্যেককে স্বাস্থ্য উপকরণ, ১টা অক্সি মিটার, ১টা ইনফ্রারেড থার্মমিটার, ১ সেট প্রেসার মাপার মেশিন, ১সেট এসেটিস্কোপ যন্ত্র , ৪পিস করে kn-95 মাস্ক,দেওয়া হয়। স্বাস্হ্য উপকরন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) মোঃ এরশাদুল আহমেদ । সভাপতিঃ টি,এস,ও,ডা.মোঃ আহসান কবির। বিশেষ অতিথি উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ রফিকুল ইসলাম। বিশেষভাবে উপস্থিত ছিলেন, ৪ নং সিংহের বাংলা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুর রহিম। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন এলাকা সমন্বয়কারী আ,ন,ম,নাজমুল হোসাইন। এবং ইউনিয়ন সমন্বয়কারী মোঃ সাইফুল ইসলাম। সার্বিক সহযোগিতায়ঃ দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।

 

Loading