এবার ২০টি ঘোড়া ও ১০টি কুকুর উপহার দিলো ভারতীয় আর্মি নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ , নভেম্বর ১০, ২০২০ শুভেচ্ছা উপহার হিসেবে এবার বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি ঘোড়া ও ১০টি কুকুর উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। বেনাপোল চেকপোস্ট দিয়ে এসব ঘোড়া ও কুকুর বাংলাদেশে আনা হয়েছে। উপহারস্বরূপ এই কুকুরগুলো দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১২টার সময় ভারতের উত্তর প্রদেশের ১৭ পদাতিক সেনানিবাসের মেজর জেনারেল এন এস খুরুর বাংলাদেশ ৫৫ পদাতিক সেনাবাহিনীর মেজর জেনারেল হুমায়ন কবিরের কাছে নোম্যান্সল্যান্ডে এসব ঘোড়া ও কুকুর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। ঢাকা সাভার ক্যান্টনমেন্ট থেকে আসা কর্নেল বেলায়েত হোসেন বলেন- ভারতের উত্তর প্রদেশ সেনানিবাস থেকে ঘোড়া ও কুকুরগুলো প্রথমে কলকাতা সেনানিবাসে আনা হয়। পরে দুপুর ১টার দিকে পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সেগুলো হস্তান্তর করা হয়। এছাড়াও চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ভারতীয় সেনাবাহিনী ৫০টি ঘোড়া বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসেবে দেবেন। তার প্রথম চালানের ২০টি ঘোড়া আজ বাংলাদেশে এসেছে। এসব ঘোড়া ও কুকুর সাভার ক্যান্টনমেন্ট নেয়া হবে বলেই জানান তিনি। শেয়ার সারা দেশ বিষয়: