নেত্রকোণায় অটিজম বিদ্যালয়ের শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ সুস্থির সরকার সুস্থির সরকার বিভাগীয় প্রধান ময়মনসিংহ প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ , নভেম্বর ১০, ২০২০ নেত্রকোণা জেলা শহরে কামরুন্নেসা আশরাফ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। সোমবার (০৯ নভেম্বর) কামরুন্নেসা আশরাফ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে এই হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি জনাব কামরুন্নেসা আশরাফ দীনা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান, বিশেষ অতিথি কাজি সুমান্না আক্তার, সভাপতি, জেলা মহিলা ক্রীড়া সংস্থা, নেত্রকোণা ও অভিভাবকগণ। অনুষ্ঠানে প্রধান অতিথি কাজী মো: আবদুর রহমান সমাজের সর্বস্তরের মানুষকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কল্যাণে কাজ করার আহবান জানান।নেত্রকোনা জেলা থেকে বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুরা স্পেশাল অলিম্পিকে অংশগ্রহণ করবে বলে তিনি আশাবাদ করেন। শেয়ার সারা দেশ বিষয়: