হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে হবিগঞ্জে মানববন্ধন ফখরুল ইসলাম পিপলু ফখরুল ইসলাম পিপলু হাওর প্রতিনিধি প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ , নভেম্বর ৯, ২০২০ হবিগঞ্জে হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরাম হবিগঞ্জ শাখা এ মানববন্ধনের আয়োজন করে। সোমবার (৯ নভেম্বর) হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের দুপুর ১২টায় এ মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন হাওর বন্ধু মোঃ ইকবাল হুসেন প্রতিষ্ঠাতা হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরাম, হাফেজ মোঃ মোশারফ হোসেন আহ্বায়ক হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরাম, হবিগঞ্জ জেলা শাখা, মোঃ লুৎফুর রহমান, মোঃ তানজিম আহমেদ, মোঃ মামুন, মোঃ আসিক ইকবাল, হাফেজ মোঃ শাহজাহান, মোঃ সাগর আহমেদ, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ নিয়াজ আহমেদ প্রমুখ। বক্তারা হাওর মানুষের নিরাপত্তা ও টেকসই উন্নয়নের চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অভিলম্বে হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবি জানান। শেয়ার অন্যান্য বিষয়: