কৃষককে কুপিয়ে হত্যা নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্ণ , নভেম্বর ৯, ২০২০ যশোরের চৌগাছায় এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ কয়েরপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত কৃষকের নাম পিকলু হোসেন (৩০)। তিনি ওই গ্রামের সাখাওয়াতের ছেলে। চৌগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব জানান, রোববার সকালে পিকলু ধান কাটার জন্য বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। সন্ধ্যার পর পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে তারা বাড়ির পাশের ধানক্ষেতের মধ্যে তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে। তিনি আরও বলেন, নিহতের শরীরে ধারালো আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে তা জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। শেয়ার সারা দেশ বিষয়: