রামগড়ে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত।

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ , নভেম্বর ৭, ২০২০

“বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন ” এ স্লোগানে খাগড়াছড়ির রামগড়ে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর )সকাল ১০ টায় রামগড় উপজেলার সম্মেলন কক্ষে সমবায় কর্মকর্তা দিদারুল ইসলামের তত্বাবধানে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সামাজিক দূরত্ব নিশ্চিত করে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মু.মাহমুদ উল্লাহ মারুফ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী।বিশেষ অতিথি ছিলেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামসুজ্জামান,পৌর কাউন্সিলর কনিকা বড়ুয়া।

আলোচনা সভায় বক্তারা দিবসটির লক্ষ্য, উদ্দেশ্য ও গুরুত্বপূর্ণ বিষয়বস্তু তুলে ধরে বক্তব্য দেন।পরে তিনটি নতুন সমবায়ী সমিতিকে সনদপত্র দেওয়া হয় ।
সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস কর্মকর্তা বিজয় কুমার দাস,বি আর ডি বি কর্মকর্তা মফিজ উদ্দিন, সাংবাদিক করিম শাহ প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন রামগড় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা,কাঠ ব্যাবসায়ী সমিতির সভাপতি বেলায়েত হোসেন,সেলুন ব্যাবসায়ী সমিতির সভাপতি সহদেব দে সহ অন্যান্য সমবায়ীরা, সাংবাদিক শুভাশিস দাশ,বাহার উদ্দিন,ফয়েজ আহমদ মিলন,মোজাম্মেল হোসাইন,নুর আলম শরীফ,ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Loading