চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ , নভেম্বর ৫, ২০২০ চট্টগ্রামে স্ত্রীকে হত্যার দায়ে দায়ের করা মামলায় স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মুন্সী আব্দুল মজিদের আদালত এ রায় ঘোষণা করেন। স্বামীর হাতে মারধরের শিকার হয়ে মৃত্যুবরণ করা ইতি বেগম হত্যা মামলায় স্বামী সানু মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আসামি সানু মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানাও করেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি খন্দকার আরিফুল ইসলাম জানিয়েছেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের-১১ (ক) ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় একমাত্র আসামি সানু মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।পুরো বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ এ মামলায় ১১ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। রায় ঘোষণার সময় আসামি সানু মিয়া আদালতে উপস্থিত ছিলেন। ২০১৭ সালের ১৫ জানুয়ারি নিজ স্ত্রীকে যৌতুকের জন্য মারধর ও নির্যাতন করে হত্যা করেন সানু মিয়া। এ ঘটনায় হত্যার শিকার ইতি বেগমের বোন বাদী হয়ে সদরঘাট থানায় একটি মামলা করেন। সানু মিয়া সদরঘাটের মো. সিরাজ মিয়ার সন্তান। শেয়ার চট্টগ্রাম বিষয়: