নেত্রকোণার পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু মো: রবিকুল ইসলাম রিপন মো: রবিকুল ইসলাম রিপন স্টাফ রিপোর্টার প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ , নভেম্বর ৪, ২০২০ নেত্রকোণা জেলার পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। তিনি হচ্ছেন, জারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মতিয়র রহমান তালুকদার (৭৮)। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা আড়াইটার দিকে তিনি মারা যান। মৃতের পারিবার লোকজনের সাথে কথা বলে জনা যায়, মতিয়র রহমান তালুকদার মঙ্গলবার বেলা দুপুরে নিজ বাড়ির পুকুরের পাড়ে হাটাহাটি করছিলেন। হঠাত বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে পড়ের ও আহত হন। পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে পূর্বধলা হাসপাতালে নিয়ে যান হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। শেয়ার সারা দেশ বিষয়: