মহানবী সাঃ এর ব্যাঙ্গচিত্র প্রদশর্নের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নিউজ৭১অনলাইন,ঢাকা নিউজ৭১অনলাইন,ঢাকা প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ , নভেম্বর ২, ২০২০ সারোয়ার জাহান আরিফঃ নরসিংদীর মনোহরদী উপজেলায় আজ রবিবার বাদ যোহর ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের ন্যাক্কারজনক কাজের প্রতিবাদ, বিক্ষোভ এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শহরের কেন্দ্রীয় মসজিদে যোহরের নামাজের পর হাজারো জনতা বিক্ষোভে ফেটে পরে। কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সংক্ষিপ্ত দিক নির্দেশনামূলক আলোচনার পর বিক্ষোভকারীগণ মিছিল নিয়ে বাসষ্ট্যান্ড পর্যন্ত গিয়ে রাস্তার দু’পাশে হাজার হাজার লোক মানববন্ধনে দাঁড়িয়ে যায়। সংক্ষিপ্ত আলোচনার পর মাও মোবারক হোসাইন সাহেবের মোনাজাতে শান্তিপূ্র্ণ ভাবে সমাবেশটি শেষ হয়। মিছিলে বিক্ষোভকারীগণের স্লোগান ছিলঃ মহানবির অবমাননা, মানবো না, মানতে পারি না। ফ্রান্সের পণ্য বয়কট কর ইত্যাদি।। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মসজিদের খতীব মাও মোবারক হোসাইন, বাঘিবাড়ি হানিফিয়া মাদ্রাসার মুহতামিম মাও শওকত আলী, বাজার মসজিদের খতীব মাও সফিউল্লাহ, মুফতি আরিফ মাহমুদ হাবিবী, ইসলামি আন্দোলনের উপজেলার সভাপতি,সেক্ট্রেটারী, মুজাহিদ কমিটির উপজেলার সভাপতি সহ হাজারো নবি প্রেমিক তাওহিদী জনতা। শেয়ার নরসিংদী বিষয়: