নিখোঁজ সাংবাদিককে উদ্ধারের দাবিতে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ , নভেম্বর ১, ২০২০ চট্টগ্রামের সাংবাদিক ইউনিয়নের সদস্য গোলাম সারোয়ারের উদ্ধারের দাবিতে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দামপাড়া পুলিশ লাইনে এ অবস্থান কর্মসূচি থেকে দ্রুত সাংবাদিক গোলাম সারোয়ারকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবি জানানো হয়। পরে সাংবাদিকদের সঙ্গে নিজ কার্যালয়ের নিচে এসে এ বিষয়ে কথা বলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। এ সময় তিনি বলেন, পুলিশ সর্বোচ্চ শক্তি দিয়ে নিখোঁজ সাংবাদিককে উদ্ধারে কাজ করছে। সাংবাদিককে উদ্ধারে পুলিশের আন্তরিকতা ও চেষ্টার কোনও ঘাটতি নেই বলেও জানান পুলিশ কমিশনার। এ সময় পুলিশ কমিশনার আশা প্রকাশ করেন খুব শিগগিরই তাকে ফিরিয়ে নেয়া আসা যাবে। সাংবাদিক নেতারা জানান, আজকের মধ্যে সারোয়ার উদ্ধার না হলে আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হবে। কর্মসূচিতে সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামসহ সাংবাদিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।##আর টিভি শেয়ার চট্টগ্রাম বিষয়: