রামগড়ে মংপ্রু চৌধুরী ও এসআই সালেহ জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য মনোনীত।

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ , নভেম্বর ১, ২০২০

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য  ও  রামগড় উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট ব্যক্তি মংপ্রু চৌধুরী খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য মনোনীত হয়েছেন। একই সাথে রামগড়  থানার সহকারী পরিদর্শক (এস আই) সালেহ  উদ্দিন শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা মনোনীত হন।
কমিউনিটি পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদানের জন্য তাঁদেরকে শ্রেষ্ঠ সদস্য ও শ্রেষ্ঠ কর্মকর্তা মনোনীত করা হয়। এ অবদানের স্বীকৃতি হিসেবে  পুলিশের মহা পরিদর্শকের (আইজিপি)  পক্ষ থেকে তাঁদেরকে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়।
কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উপলক্ষে খাগড়াছড়ি জেলা পুলিশের আয়োজিত অনুষ্ঠানে  এ ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি  উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের  চেয়ারম্যান ( প্রতিমন্ত্রী পদ মর্যাদা) ও খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য   কুজেন্দ্র লাল ত্রিপুরা  তাঁদের হাতে  শ্রেষ্ঠ সদস্য ও শ্রেষ্ঠ কর্মকর্তার সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ।

Loading