নেত্রকোণায় বিজিবি’র অভিযানে ৩১ লক্ষ ৬ হাজার টাকা মূল্যের ভারতীয় চালসহ ২ জন আটক

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ , নভেম্বর ১, ২০২০

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অভিযানে ৩১ লক্ষ ৬ হাজার টাকা মূল্যের চাল (ট্রাক সহ) ও ২ জনকে আটক করা হয়েছে।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি) এর অধিনায়ক সাব্বির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস ব্রিফিং এ  তথ্য নিশ্চিত করা হয়। প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানানো হয় যে,  রবিবার (০১ নভেম্বর) ১.৩০টায় জেলার কলমাকান্দা উপজেলার ৬ নং খারনই ইউনিয়নে অবস্থিত খারনই বিওপি‘র সুবেদার মোঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে ০৬ সদস্যের একটি টহল দল সীমান্ত পিলার ১১৭৮ হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে গোবিন্দপুর নামক এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহল কার্যক্রম পরিচালনা করছিল। উক্ত সময়ে মোঃ রাজন (২৬), পিতা- মোঃ হাফিজ মিয়া, গ্রাম, ডাকঘর ও থানা-মোহনগঞ্জ, জেলা-নেত্রকোণা এবং মোঃ মহসিন (২১), পিতা-মোঃ সুলতু মিয়া, গ্রাম-ইছাইল, ডাকঘর-জিতন, থানা-আটপাড়া ও জেলা-নেত্রকোনাকে অবৈধভাবে ভারতীয় চাউল ট্রাকে উঠানোর সময় ১৫২ বস্তা চাউল, ০১ টি ৩টন ট্রাক এবং ০২ টি মোবাইল ফোনসহ আটক করা হয়। জব্দকৃদ মালামাল ও ট্রাকসহ আটককৃতদের নেত্রকোণা জেলার কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ,টি, এম মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

 

 

Loading