পুলিশের মহানুভবতায় জীবন ফিরে পেলো বৃদ্ধ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ , অক্টোবর ৩১, ২০২০ রাত তখন সাড়ে সাতটা। কালীগঞ্জ যশোর মহাসড়কের পাশে অচেতন অবস্থায় পড়েছিল ৬৫ বছরের বৃদ্ধ মতিয়ার রহমান। প্রায় মৃত ভেবে কেউ ছুঁয়েও দেখছেনা। এমনি সময়ে সেখানে ছুটে আসেন কালীগঞ্জ থানার এস আই আবুল খায়ের। তিনি তাৎক্ষণিকভাবে ওই বৃদ্ধকে তুলে নিয়ে ভর্তি করেন কালীগঞ্জ হাসপাতালে। বৃদ্ধের মুমূর্ষু অবস্থায় নিজের টাকায় কিছু প্রয়োজনীয় ওষুধও কিনে দেন। এরপর ডাক্তারদের এক ঘণ্টা প্রচেষ্টায় পর ফিরে আসে ওই বৃদ্ধের জ্ঞান। পুলিশ কর্মকর্তার এমন মহানুভবতায় এ যাত্রায় প্রাণে রক্ষা পায় উপজেলার মহেশপুরের আজমপুর গ্রামের বৃদ্ধ মতিয়ার। পরে বৃদ্ধের সন্তানদের খবর দিয়ে ডেকে এনে তাদের হাতে তুলে দেওয়া হয়। কালীগঞ্জ থানার এস আই আবুল খায়ের জানান শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে খবর পান মোবারকগঞ্জ সুগার মিলের সামনে অচেতন অবস্থায় এক বৃদ্ধ পড়ে আছে। তিনি দ্রুত সেখানে গিয়ে জানতে পারেন একটি যাত্রীবাহী পরিবহন থেকে ওই বৃদ্ধকে ফেলে রেখে গেছে। এমন অবস্থায় তাৎক্ষণিকভাবে তিনি স্থানীয় কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সহায়তায় ওই বৃদ্ধকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করেন। এস আই আবুল খায়ের আরও জানান, সড়কে চলন্ত বাসের মধ্যে মলম পাটির কবলে পড়ে অচেতন হয়ে পড়াতে বৃদ্ধকে রাস্তার পাশে ফেলে রেখে গিয়েছিল। তিনি তাকে নিয়ে হাসপাতালে ভর্তির পর চিকিৎসায় সুস্থ হয়ে উঠলে বৃদ্ধের বাড়িতে খবর দেন। এরপর রাত সাড়ে ৯ টার দিকে বৃদ্ধের ছেলে মাসুদ হাসপাতালে আসলে তার হাতে পিতাকে তুলে দেওয়া হয়। শেয়ার সারা দেশ বিষয়: