গ্যাসের সিলিন্ডারের আগুনে জালালাবাদে পুড়ল বসতঘর ও দোকান নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ , অক্টোবর ৩১, ২০২০ নগরীর জালালাবাদ হাউজিংয়ে অগ্নিকাণ্ডে একটি বসতঘর সহ ৫টি দোকান ভস্মীভূত হয়েছে।আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। বাংলানিউজ পরে আগ্রাবাদ ফায়ার স্টেশন ও বায়েজিদ ফায়ার স্টেশনের ৫টি গাড়ি প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভূইয়া বলেন, “দুপুর দেড়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। রান্না করতে গিয়ে গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরুপণ করা সম্ভব হয়নি।” শেয়ার চট্টগ্রাম বিষয়: