সিলেটে সুবাস পদক-২০২০ পেলেন সাংবাদিক আব্দুল কাদির জীবন

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ , অক্টোবর ২৭, ২০২০

সিলেটের উন্নয়নমূলক সেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সুবাস এর উদ্যোগে  “সুবাস পদক-২০২০” পেলেন সাংবাদিক আব্দুল কাদির জীবন।

উল্লেখ্য সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদান ও সিলেট বিভাগের প্রথম ইংরেজি ম্যাগাজিন ‘দ্যা আর্থ অব অটোগ্রাফ’ সম্পাদনার জন্য ২৪ অক্টোবর জীবনকে এ পদক প্রদান করা হয়। আব্দুল কাদির জীবন অনলাইন নিউজ পোর্টাল ডেইলী সিএন বাংলা এবং সিলেট প্রতিদিনের স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ‘কবিকন্ঠ’ সিলেটের সেক্রেটারী, ‘জয়বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ’ সিলেট জেলা শাখার জয়েন্ট সেক্রেটারী, ‘মাটির মা’ ক্লাব সিলেট বিভাগীয় সহকারী পরিচালক, হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরাম, সিলেট জেলা শাখার যুগ্ন আহবায়ক।

তিনি এ পদক পাওয়ায় তাকে অভিন্দন জানিয়েছেন হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরাম এর প্রতিষ্ঠাতা হাওর বন্ধু মো: ইকবাল হুসেন।

 

Loading