নেত্রকোণায় ট্রাক চাপায় নিহত ২, আহত ৩ শামীম তালুকদার শামীম তালুকদার বিশেষ প্রতিনিধি প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ , অক্টোবর ২৭, ২০২০ নেত্রকোণায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে ২ জন যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান। চালকসহ আরো পাঁচ যাত্রী আহত হন। নিহতরা হলেন, উপজেলার শতশ্রী মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন (৩৩) এবং বাংলা গ্রামের কমল মিয়া (৩৮)। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সিমেন্ট বোঝাই একটি ট্রাক মোহনগঞ্জ অভিমুখে যাচ্ছিল বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা বাংলা বাজার সংলগ্ন কারিগরি স্কুলের পাশে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ওসি তাজুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা বাংলাবাজার থেকে নেত্রকোণা শহরের দিকে ছেড়ে আসে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পুলিশ নিশ্চিত করতে পারেনি। এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি। লাশ ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক চালক পলাতক রয়েছেন। শেয়ার সারা দেশ বিষয়: