গফরগাঁওয়ে ভয়াবহ অগ্নিকান্ড ১০লাখ সম্পদ পুড়ে গেছে নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৯:৪৭ পূর্বাহ্ণ , অক্টোবর ২৬, ২০২০ গফরগাঁও উপজেলায় ভয়াবহ আগুনে তিনটি বসত ঘরে আনুমানিক ১০ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্র জানায়, ৪নং সালটিয়া ইউনিয়নের কালাইপাড় গ্রামের হাজী বাড়িতে মোঃ আবদুর রউফ,মোঃ কামরুল ইসলাম ও মোঃ ফালু মিয়া সহ তিনটি বসতঘর গত রোববার রাত আনুমানিক সাড়ে ছয়টার দিকে অগ্নিকান্ডে সম্পুর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের সুত্রে জানা গেছে জানান, খবর পেয়ে গফরগাঁও ফায়ার সার্ভিসের লোকজন , ও এলাকাবাসী ঘটনাস্থলে পৌছে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। ৪নং সালটিয়া ইউনিয়নের ৭নং ওর্য়াডের সাবেক মেম্মবার মোঃ মাহাবুবুল হক (জুয়েল মেম্মবার) জানান, বসতঘরে রক্ষিত , ফার্নিচার ও কয়েকলাখ টাকার মালামাল পুড়ে গেছে । গফরগাঁও ফায়ার সার্ভিসের ইনর্চাজ মোঃ মুশফিকুর রহমান জানান , খবর পাওয়ার সাথে সাথে আমি আমাদের র্ফোস নিয়ে সরে জমিনে যাই । পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় । সরকারি হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০লাখ টাকা । শেয়ার সারা দেশ বিষয়: