ফটোসাংবাদিক রেহেনার পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ , অক্টোবর ২১, ২০২০ দৈনিক ইত্তেফাকের প্রয়াত ফটোসাংবাদিক রেহেনা আক্তারের পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদান হিসেবে দেয়া পাঁচ লাখ টাকার চেক পেয়েছে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল পাঁচ লাখ টাকার চেক প্রধানমন্ত্রীর পক্ষে রেহেনা আক্তারের মা ফজিলা বেগমের হাতে তুলে দেন। সাংবাদিক রেহেনা আক্তারের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দুই কন্যা রাদিয়া ইসলাম ও রাবাবা ইসলামকে এই অর্থ সহায়তা দেন। প্রয়াত সাংবাদিক রেহেনার বড় ভাই ফটোগ্রাফার ফোজিত শেখ বাবু এই অর্থ দেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন ও সাংবাদিক ফারজানা রূপাকে ধন্যবাদ জানান। রেহেনার মা বলেন, আমি আমার বাকি জীবনে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট অন্যদের জন্য দোয়া করবো। শেয়ার জাতীয় বিষয়: