নেত্রকোণায় ট্রাক চাপায় নারীর মৃত্যু শামীম তালুকদার শামীম তালুকদার বিশেষ প্রতিনিধি প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ , অক্টোবর ১৯, ২০২০ নেত্রকোণায় ট্রাক চাপায় নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১ ঘটিকায় পৌর শহরের দত্ত মার্কেটের সামনে ট্রাকে পিষ্ট হয়ে এই নিহতের ঘটনা ঘটে। নিহতের নাম শিরিন আক্তার (৪০) । তিনি নেত্রকোনা পৌরসভার কুড়পার এলাকার সিদ্দিকুর রহমানের স্ত্রী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিরীন আক্তার (৪০) রিক্সায় যাচ্ছিলেন, রিক্সাটি মোটর সাইকেলে সাথে ধাক্কা লেগে শিরীন আক্তার রাস্তায় পড়ে যান ঠিক এই সময়ে তাকে একটি চলন্ত ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ট্রাকটি আটক করেছে নেত্রকোণা পুলিশ। ট্রাকের চালক পলাতক রয়েছেন। ট্রাক নম্বর ঢাকা মেট্রো- ট ১৫-৫০১২। নেত্রকোণা মডেল থানার ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শেয়ার সারা দেশ বিষয়: