সাভারের বিরুলিয়ায় গণধর্ষণ; আটক২ নিউজ৭১অনলাইন,ঢাকা নিউজ৭১অনলাইন,ঢাকা প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ , অক্টোবর ১৭, ২০২০ অনলাইন ডেস্ক: সাভারের বিরুলিয়ায় গণধর্ষণেরর অভিযোগে দুই যুবককে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী বাদি হয়ে সাভার থানায় মামলা দায়ের করেছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকার সিদ্দিকের বাড়িতে এ ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম। গ্রেফতাররা হলেন- চাঁপাইনবাবগঞ্জের জেলা সদর থানার বাবলাবনা গ্রামের মইনুল ইসলামের ছেলে রাজু আলী (৩৫) ও একই এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে রিয়াজ আলী (২০)। ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, ভুক্তভোগী ও অভিযুক্তদের অন্যের বাসায় কাজ করার সুবাদে পরিচয় হয়। এই পরিচয়ের সুবাদে অভিযুক্তরা তাদের ভাড়া বাসা সাভারে প্রায়ই বেড়াতে আসতে বলেন ভুক্তভোগী ও নারীকে। তবে কাজ কাজের চাপে তিনি আসতে পারেন নাই। গতকাল শুক্রবার হওয়ায় রাজু তাকে সাভারে বেড়াতে আসার জন্য জোর অনুরোধ করে। অনুরোধের এক পর্যায়ে তিনি রাজি হয়ে তাদের বাসায় আসেন। আসার কিছুক্ষণ পড়েই তাকে কুপ্রস্তাব দেন তারা। রাজি না হওয়ায় দুপুরে তাকে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় চিৎকার করার চেষ্টা করলে রাজু ধারালো ব্লেড দিয়ে গলায় রক্তাক্ত জখম করে। পরে রক্ত দেখে অভিযুক্তদের ধাক্কা দিয়ে চিৎকার করে ঘর থেকে বাহির হন। এসময় এলাকাবাসী তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারী মামলা দায়ের করেছেন। এই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। শেয়ার সারা দেশ বিষয়: গ্রেফতার ২সাভারের বিরুলিয়ায় গণধর্ষণ