রামচন্দ্র বাজারে প্রতিপক্ষের হামলায় এক জন আহত

প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ , অক্টোবর ১৪, ২০২০

রা্উজানের রামচন্দ্র বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইন্দ্রজিৎ বড়ুয়া(বাবুন) নামের একজন আহত হয়েছেন। আহত বাবন বড়ুয়াকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করা হয়েছে। স্হানীয়রা জানায় গতকাল রাতে একই গ্রামের দেব দত্ত’র ছেলে হিরু সাথে কথার কাটাকাটির মধ্যে পিটিয়ে তাকে হাঁর ভাঙ্গা গুরতর আহত করে।এদিকে এঘটনায় রাউজান থান থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে ।আহত ইন্দ্রজিৎ বড়ুয়া(বাবুন) গুজরা ইউপি সদসা ও মহিলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদিকা গোলাপি বড়ুয়ার বড় ছেলে ।

Loading