কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে পুলিশ

প্রকাশিত: ৯:৫৯ পূর্বাহ্ণ , অক্টোবর ১২, ২০২০

রাজশাহীতে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নেমেছে পুলিশ। গত দুই দিনের অভিযানে ৪২ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, সারা দেশের মতো রাজশাহীতে কিশোর গ্যাংয়ের সদস্যরা একসঙ্গে মিলিত হয়ে মাদক সেবন, পাড়া-মহল্লায় নারীদের উত্ত্যক্ত করাসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ছে। এসব ঘটনাকে কেন্দ্র করে মারামারি ও ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়ছে একেকটি গ্রুপ। এসব নিয়ে অনেক সময় খুন, ধর্ষণের মতো ঘটনাও ঘটছে।

গত শনিবার সন্ধ্যা থেকে গতকাল রবিবার সন্ধ্যা পর্যন্ত রাজশাহীর ১২ থানায় ৪২ জনকে আটক করা হয়। আটকের পর থানায় এনে যাচাই-বাছাই চলছে। শেষে ৩৪ জনকে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়।

Loading