নোয়াখালীতে এবার মায়ের সঙ্গে ঘুমিয়েও রক্ষা পেলো না মেয়েটি নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৯:৪৯ পূর্বাহ্ণ , অক্টোবর ৯, ২০২০ নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ঘুমন্ত মায়ের পাশ থেকে তুলে নিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করেছে হেলাল (২০) নামের এক যুবক। গেলো বুধবার দিনগত রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর নোমানে এ ঘটনা ঘটে।অভিযুক্ত হেলাল ওই গ্রামের জসিম উদ্দীনের ছেলে। চর জব্বর থানা পুলিশ বৃহস্পতিবার অভিযুক্ত হেলালকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়ে এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে চর জব্বায় থানায় মামলা করেছেন। অভিযোগ পাওয়ার পরপরেই গতকাল সকালে অভিযুক্ত হেলালকে গ্রেপ্তার করে পুলিশ। মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নুর আলম জানান, আসামি হেলাল ওই শিশুটির খামারে কাজ করতো। হেলাল এলাকার গণ্যমান্যদের কাছে নিজেই শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করেছে। চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন গণমাধ্যমকে জানান, গ্রেপ্তার হেলালকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শেয়ার নোয়াখালী বিষয়: