সারা দেশে নারী নির্যাতনের প্রতিবাদে পটিয়ায় শুভসংঘের মানববন্ধন

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ , অক্টোবর ৭, ২০২০

সাম্প্রতিক সময়ে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে কালের কণ্ঠের শুভসংঘের কেন্দ্রীয় কর্মসূচির আওতায় চট্টগ্রামের পটিয়া উপজেলা শাখার উদ্যোগে আজ বুধবার সকাল ১১টায় পটিয়া পৌর সদরের তালতলাচৌকি চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন শুভসংঘের উপজেলা সাধারণ সম্পাদক এস এম জুয়েল। বক্তব্য রাখেন পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কাসেম, পটিয়া উন্নয়ন পরিষদের মহাসচিব আইয়ুব বাবুল, স্বাগত বক্তব্য রাখেন শুভসংঘের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রানা মিত্র, বক্তব্য রাখেন পটিয়া প্রেসক্লাব সভাপতি এস এম এ কে জাহাংগীর, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা। শুভসংঘের বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন

গিয়াস উদ্দিন আজাদ, মাহবুবুল আলম, রিংকি দেব , রফিক হাসান, বি এম নাজিম উদ্দিন, আবদুল্লাহ আল হাসান, মো. হারুন, জাহেদুল হক, মো. ইসহাক, শিবু দেব, সোমাইয়া আকতার, নুরুল মোস্তফা, সাইফুল ইসলাম প্রমুখ।

এতে বক্তারা নারী নির্যাতনের বিরুদ্ধে সব মহলকে সচেতন করার মাধ্যমে বাংলাদেশকে সবার জন্য বাসযোগ্য রাষ্ট্রে পরিণত করতে একযোগে কাজ করার আহ্বান জানান।

 

Loading