ফেনীতে সংগঠনের মৌন প্রতিবাদ, মানববন্ধন, মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ৮:২১ পূর্বাহ্ণ , অক্টোবর ৭, ২০২০

নোয়াখালীর বেগমগঞ্জে রোজি আক্তারকে বিবস্ত্র করে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ৪ অক্টোবর ভাইরালের পর পাশের জেলা হিসেবে ফেনীতে পরপর মানববন্ধন কর্মসূচি ও মৌন প্রতিবাদ সংগঠিত হয়।
মঙ্গলবার শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে দেখা যায় নারী পুরুষের নীরবতার প্রতিবাদ, নিশ্চুপ থেকে বোঝাচ্ছে আর পারিনা সইতে;নারীর উপর অবিচার আর কতো বয়ে বেড়াবো, বিভিন্ন বয়সের নারী ,কিশোর বয়সের ছেলে ও হিজড়াদের মৌন প্রতিবাদ করুন দৃষ্টি কাড়ে ।
পথচারী একজন শিক্ষক আবুল হোসেন জানান ঠিক ই আছে এরকম করে প্রশাসনের ঘুম ভাঙ্গানো। নারী জাতের উপর অত্যাচার দেখতে আর ভালো লাগছে না।


প্রশাসন জবাই চাই বলে আরো যেসব সংগঠন অংশ নেন পথের ফুল ফাউন্ডেশন, কর্মজীবী নারী, সামাজতান্ত্রিক যুব সংহতি,সন্মিলিত শিক্ষার্থী ফোরাম, তারালিয়া শান্তি সংঘ, জাতীয় ছাত্র সমাজ, তৃতীয় লিঙ্গ সম্প্রদায়,সহায়, রক্ত কণিকা বাংলাদেশ, পরিবর্তন,ফেনী ব্লাড ডোনেট এসোসিয়েশন সহ ২০ টি সংগঠনের উন্মাতাল আওয়াজ নারীর উপর সহিংসতা বন্ধে অপরাধীর যথোপযুক্ত শাস্তি চান সকলে।

Loading