পাঁচবিবিতে আর্ন্তজাতিক শিক্ষক দিবস উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা ও মত বিনিময় সভা আতিকুর রহমান আতিকুর রহমান প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ , অক্টোবর ৫, ২০২০ জয়পুরহাটের পাঁচবিবিতে মুজিব বর্ষের শিক্ষা ব্যবস্থা জাতীয় করণ চাই প্রতিপাদ্যকে সামনে রেখে আর্ন্তজাতিক শিক্ষক দিবস উদযাপন উপলক্ষ্যে আজ সোমবার সকাল ১০.৩০ ঘটিকায় মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে পৌর পার্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাঁচবিবি উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি জনাব ভজন কুমার মোহন্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র সমিতির সাধারণ সম্পাদক ও উচাই জেরকা উচ্চ বিদ্যালয়েলর সহকারী গ্রন্থাগার ফরহাদ আলম জুয়েল, যুগ্ম সম্পাদক নিমাই দেবনাথ, কোষাধ্যক্ষ প্রদীপ কুমার, সদস্য ফেরদৌস, সাকোয়াত, আনোয়ার, পরিমল, হাজী জহুরুল ইসলাম প্রমুখ। অনুষ্টানের পূর্বে একটি বর্নাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। শেয়ার অন্যান্য বিষয়: