পাঁচবিবি সীমান্তে অর্ধগলিত যুবকের লাশ উদ্ধার আতিকুর রহমান আতিকুর রহমান প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ , অক্টোবর ৪, ২০২০ আজ রবিবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি কয়া সীমান্তের বড়বিলের ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ধারী (৩৫) যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, আজ দুপুরে কয়া গ্রামের জনৈক কয়েক ব্যক্তি কয়া বড়বিলে গরুর ঘাস কাঁটতে গিয়ে কুচরিপানার মধ্যে বস্তা বন্দি অবস্থায় একটি অর্ধগলিত লাশ দেখতে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমানের নিকট জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। শেয়ার অন্যান্য বিষয়: