মারা গেছেন অভিনেত্রী মিষ্টি নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ , অক্টোবর ৪, ২০২০ ভারতীয় অভিনেত্রী মিষ্টি মুখার্জি মারা গেছেন। গত শুক্রবার (২ অক্টোবর) কিডনি বিকল হয়ে তাঁর মৃত্যু হয়। ভারতীয় বাংলা ও বলিউড সিনেমায় অভিনয় করেছেন মিষ্টি। এ ছাড়া আইটেম গানে নেচেও দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। জানা গেছে, মিষ্টি কিটো ডায়েট করতেন। এ কারণেই তাঁর কিডনি বিকল হয়ে যায়। বেশ কিছুদিন ধরে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অভিনেত্রী মিষ্টি মুখার্জি, যিনি অনেক সিনেমা ও মিউজিক ভিডিওতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছের, তিনি আমাদের মাঝে আর নেই। কিটো ডায়েটের ফলে তাঁর কিডনি বিকল হয়ে যায়, শুক্রবার বেঙ্গালুরুতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি অনেক কষ্ট সহ্য করেছেন। এটি অপূরণীয় ক্ষতি। তাঁর আত্মার শান্তি কামনা করছি। তিনি মা-বাবা ও ভাই রেখে গেছেন।’ ২০১২ সালে রাকেশ মেহতার ‘লাইফ কি তো লাগ গায়ি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন মিষ্টি। এতে আরো অভিনয় করেন রণবীর শোরে, কে কে মেনন, নেহা বাসিন প্রমুখ। শেয়ার বিনোদন বিষয়: