বান্দরবানে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ , অক্টোবর ৪, ২০২০

বান্দরবান প্রতিনিধি:- বান্দরবানের থানচি উপজেলায় গোসল করতে নেমে ঢাকা থেকে বেড়াতে আসা কাজী জাকারুল ইসলাম কানন (৩৫) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে। শনিবার (০৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাফাখুম ঝর্ণা এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশের সূত্রে জানা গেছে, শুক্রবার (০২ অক্টোবর) ঢাকা থেকে ১৩ জনের একটি পর্যটকের গ্রুপের সাথে জাকারুল বান্দরবানের নাফাখুম ঝর্ণায় বেড়াতে যায়। পরে ঝর্ণায় গোসল করতে গেলে প্রবল স্রোতে জাকারুল পানিতে ভেসে নিখোঁজ হয়ে যায়। ঘটনাটির পর বিজিবি ও স্থানীয় লোকজন ওই এলাকায় উদ্ধার অভিযান চালায়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ হওয়া পর্যটককে উদ্ধার করা যায়নি।
এ বিষয়ে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, নাফাখুম ঝর্ণার এলাকায় ঢাকা থেকে আসা এক পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
উল্লেখ্য, কয়েক বছরে নাফাখুম ঝর্ণায় বেড়াতে আসা পর্যটকদের মধ্যে নিহত ও আহত হয়েছে বেশ কয়েকজন।

Loading