সাভারের পাথালিয়া ইউপি চেয়ারম্যানের নামে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ , অক্টোবর ৩, ২০২০

নিউজ৭১অনলাইন, সাভার, ৩ অক্টোবর :

সাভার উপজেলার পাথালিয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ত্রাণ বিতরণ না করার মিথ্যা অপবাদ ও ষড়যন্ত্রমূলক ভাবে অপপ্রচার রটানোর প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধন থেকে এলাকাবাসী জানায়, পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ দেওয়ান তিন তিন বারের নির্বাচিত চেয়ারম্যান। বিগত বছর গুলো অত্যন্ত সুনামের সাথে তিনি দায়িত্ব পালন করেছেন। আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্রীমহল এ ঘটনাকে কেন্দ্র করে তার উন্নয়নকে বাঁধাগ্রস্ত করছে। একই সাথে ত্রাণ বিতরণ না করে রেখে দেয়ার মিথ্যা অপবাদ রটানোর চেষ্টা করছে।

মানববন্ধন শেষে একই এলাকায় এক সংবাদ সম্মেলনে পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান বলেন, আমার দেওয়া ভিজিএফএর চাল একটি স্কুল কক্ষে রেখে বিতরণ করেছিলাম। উপকারভোগীরা না আসায় বিতরণ শেষে সেখানে কিছু অবশিষ্ট চাল ছিল। এটাকেই কুচক্রীমহল তাদের নীল নকশা বাস্তবায়নের জন্য নানাভাবে অপপ্রচার করেছে। আমি এর তীব্র নিন্দা জানাই।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের গণ বিদ্যাপাঠ স্কুলের একটি কক্ষ থেকে বিতরণ পরবর্তী ভিজিএফএর চাল উদ্ধার করা হয়।

Loading