নেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু শামীম তালুকদার শামীম তালুকদার বিশেষ প্রতিনিধি প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ , অক্টোবর ২, ২০২০ নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার মোজাফ্ফরপুর ইউনিয়নের তেলিপাড়া গ্রামে আরশেদা আক্তার কুলসুম (৪৫) নামে এক গৃহবধু বিদ্যুৎস্পৃষ্ট মারা গেছেন। শুক্রবার সকালে মৃতের নিজ ঘরে ফ্রিজের নীচে মাটি পরিস্কার করতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে তার মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা যায়, তেলিপাড়া গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী কুলসুম বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে চিৎকার শুরু করলে পরিবারের লোকজন এগিয়ে এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করে। পরে কুলসুমকে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। শেয়ার সারা দেশ বিষয়: